Malala fund scandal
Malala yousafzai shot
Malala yousafzai education...
মালালা ইউসুফজাই: বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী
ওয়েব ডেস্ক: যেখানে মহিলাদের বেশিরভাগ জীবনটাই কেটে যায় অশিক্ষার অন্ধকারে, পাকিস্তানের সেই সোওয়াতে আলোর শিখা ১৭ বছরের কিশোরী ইয়ুসুফজাই মালালা। বন্দুকের নলের সামনেও যিনি মাথা নোওয়াতে শেখেননি। বরং মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও লড়াই চালিয়ে গিয়েছেন শিক্ষার সুযোগ সকলের জন্য প্রতিষ্ঠার লক্ষ্যে। তারই স্বীকৃতি দুহাজার চোদ্দর নোবেল শান্তি পুরস্কার। পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রদেশের সোওয়াত জেলার ছোট্ট শহর মিঙ্গোরা। সেখানেই মেয়েদের স্কুলে যাওয়ার উপর এক সময় ফতোয়া জারি করেছিল তালিবান। সেখানেই দুহাজার নয় সালে গর্জে ওঠে এগারো বছরের ইয়ুসুফজাই মালালা। বিবিসিতে ছদ্মনামে তাঁর লেখা প্রকাশিত হয়। ব্লগে উঠে আসে সোওয়াত উপত্যকায় তালিবানের প্রভাব বিস্তারের খুঁটিনাটি। তালিবানি শাসনে তাঁর জীবন। এই উপত্যকায় তাঁর দৃষ্টিতে নারীশিক্ষার গুরুত্ব।
তখন অশান্ত সোওয়াতে একের পর এক স্কুল ধ্বংস করে ফেলছে তালিবান। আর তখনই উর্দু কবি, শিক্ষা আন্দোলনের কর্মী জিয়াউদ্দিন ইয়ুসুফের মেয়ে বছর এগারোর মালালার লেখা আলোড়ন তৈরি করে। সোওয়াতে পৌছয় পাক সেনা। শুরু হয় যুদ্ধ। সে সময়ই এগারো বছ